১২ই ফেব্রুয়ারী এবং ১৩ই ফেব্রুয়ারী ২০১৬ সাল। লোকজ সাংস্কৃতিক সংগঠন, গ্রীন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আমন্ত্রণে পারফরম্যান্স উপস্থাপন করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায়।
এই সময়ে সংগঠন তাদের সাংস্কৃতিক পরিবেশনাটি সাজিয়েছিলো বিভিন্ন অঞ্চলের লোক সংগীত, অাঞ্চলিক গান, লোক আঙ্গিক গম্ভীরা, ছোট্ট একটি নাটিকা এবং একটি একক অভিনয় দিয়ে।
অনুষ্ঠানের পাশাপাশি সারারাত লোকজ সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠান পরিচালকের বাসায় ঘরোয়া একটি প্রোগ্রামও পরিচালনা করে।
তবে সকল আনন্দকে ছাপিয়ে গিয়েছিলো দর্শকরা আন্তরিকতার সহিত যেভাবে লোকজ সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের যেভাবে আপন করে নিয়েছিলো সেটা যেনো অনেক সদস্যকেই সেদিন আপ্লূত করে তুলেছিলো ভেতর থেকে।।
সবমিলিয়ে অসাধারণ দুইটা দিন সেদিন অতিবাহিত করেছিলো লোকজ সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।।।।
Facebook Comments