পোস্ট দর্শন:
239
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
২৮ শে মার্চ, ২০২০ ইং। যাত্রা শুরু করে লোকজ সাংস্কৃতিক সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বরাবরই লোক সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ একটি স্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যোমী আত্মবিশ্বাসী নবীন এই মাটিতে থেকে লোক সংস্কৃতির ইতিবাচক দিকগুলোকে সকলের সামনে ফুটিয়ে তোলার বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে এই দিনটিতে। রাজশাহীর ঐতিহ্যবাহী জনপ্রিয় লোক আঙ্গিক গম্ভীরা, আলকাপ সহ আরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লোক উপাদান গুলোকে অপসংস্কৃতির প্রবল আগ্রাসন থেকে রক্ষা করে একটি সুস্থ রুচিশীল মানসম্মত সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে বদ্ধ পরিকর রাজশাহী বিশ্ববিদ্যালয় লোকজ সাংস্কৃতিক সংগঠনের এই নবীনরা।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
মেহেদী হাসান কাজল।
(আহ্বায়ক, লোকজ সাংস্কৃতিক সংগঠন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা)
EEE Department, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইমেইলঃ-
mehedy112.ru@gmail.com
সঞ্চয় কুমার সরকার
(কার্যনির্বাহী সদস্য, লোকজ সাংস্কৃতিক সংগঠন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা)
ফিশারিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইমেইলঃ-
sanjoykumar.ru@gmail.com
মারজানা মুক্তা
(কার্যনির্বাহী সদস্য, লোকজ সাংস্কৃতিক সংগঠন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা)
নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইমেইলঃ-
muktamarjana184@gmail.com
এহতেশামুল কবির আরাত
(কার্যনির্বাহী সদস্য, লোকজ সাংস্কৃতিক সংগঠন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা)
ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইমেইল: arath.kabir@gmail.com