সংগঠনের মূখ্য উদ্দেশ্য হলো বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং সংস্কৃতিমনা সকল মানুষের মধ্যে দেশের লোক সংস্কৃতি এবং এর আঙ্গিক সমূহকে সঠিকভাবে তুলে ধরা এবং সুশৃঙ্খল কর্মপদ্ধতির মাধ্যমে লোক সংস্কৃতি চর্চার একটি সুন্দর প্লাটফর্ম গড়ে তোলা।

যে সব ব্যক্তি বা সংগঠন কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু পেশাগত বা অপেশাগত ভাবেই লোক সংস্কৃতির বিভিন্ন উপায়, উপকরণ বা উপাদান ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত বা চর্চায় আগ্রহী তাদেরকে একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতির অধীনে একীভূত করে লোক সংস্কৃতি চর্চার প্লাটফর্মকে বিস্তৃত করা।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এবং পাশাপাশি নির্দিষ্ট লোকআঙ্গিকের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত শিল্পীদের নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের যুগোপযোগী প্রশিক্ষণ ও তত্ত্বীয় শিক্ষা প্রদানের মাধ্যমে সকলকে দক্ষ করে তোলা।।

সংশ্লিষ্ট সকল সদস্যকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ছড়িয়ে থাকা নানা লোকজ সাংস্কৃতিক উপাদান এবং পরিবেশনার সাথে পরিচয় করিয়ে দেওয়া।।

বিদ্যমান নানা লোকজ সাংস্কৃতিক উপাদান, উপকরণ এবং পরিবেশনা সংক্রান্ত তথ্যাবলি সংকলন ও সংরক্ষণ করার পাশাপাশি চূড়ান্ত সাহিত্যমান সম্পন্ন পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে গবেষণা করা।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্ধারিত শ্রেণী কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রকার সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা। যেমন, গল্প বলা, শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা, অভিনয় পরিবেশনা ইত্যাদি।

জাতীয় দিবস, বিজয় দিবস, শহীদ দিবস সহ জাতীয় পর্যায়ে পালিত বিভিন্ন দিবসকে কেন্দ্র করে পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের এবং আগ্রহী সদস্যদের প্রস্তুত করে তোলা।